আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


অবশেষে বাইডেনকে চীনের অভিনন্দন বার্তা

অবশেষে বাইডেনকে চীনের অভিনন্দন বার্তা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার প্রায় এক সপ্তাহ পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীন। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বাইডেনকে শুভেচ্ছা জানান। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় ৩ নভেম্বর। এতে জো বাইডেন জয় পেলেও গতকাল পর্যন্ত পরাজয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে কয়েকটি দেশ বাইডেনকে অভিনন্দন জানানো থেকে বিরত থাকে। এ তালিকায় চীন, রাশিয়া ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ ছিল। কিন্তু ইতোমধ্যে তুরস্ক অভিনন্দন বার্তা পাঠিয়েছে। আর গতকাল শুক্রবার এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করল চীন। অন্যদিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে বাইডেনকে শুভেচ্ছ না জানালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করতে ‘বৈপ্লবিক’ কোনো পরিবর্তন হবে না।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। বেইজিংয়ের

আগের অবস্থান পুনর্ব্যক্ত করে চীনা এই কর্মকর্তা বলেন, আমরা জানি মার্কিন নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।

 


Top