পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১১
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য ১৪৮টি আসনের প্রয়োজন ছিল। কিন্তু তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। গত দুই দিনে নির্বাচন পরবর্তী সহিংসতায় সেখানে ১১ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। ঘটেছে অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো ঘটনাও।
মঙ্গলবার (৪ এপ্রিল) পরিস্থিতি সরেজমিনে দেখতে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা। রাজ্যপাল জগদীপ ধনখর রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং কলকাতার পুলিশ কমিশনারকে ডেকে রাজভবনে বৈঠক করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সংযত থাকার আহবান জানিয়েছেন।
এদিকে বিজেপি জানিয়েছে, তৃণমূলের আক্রমণে তাদের ছয়জন কর্মী মারা গেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির আক্রমণে তাদের চারজন কর্মী মারা গেছেন। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) এক কর্মী নিহত হয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে