আজ || বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক অনুষ্ঠিত       বাংলাদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বাহরাইনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত       ফেনীর ৪০ চেয়ারম্যানই আত্মগোপনে, ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা       ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০       দাগনভূঁইয়ার প্রত্যেক বাজারের, দায়িত্বশীলদের ওসি মোহাম্মদ লুৎফর রহমানের অনুরোধ       চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান       শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ    
 


বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টারের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টারের উদ্যোগে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার দেশটির সালমাবাদ শহরের ইউসুফ তালিব গ্যারেজে বিকেল ৪ টা থেকে সন্ধা ৬ পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এখানে ব্লাড প্রেসার পরীক্ষা, ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, ফ্রি ডাক্তার দেখানো এবং পরামর্শ প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানীরাও উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।

এসময় ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন ইউসুফ তালিব গ্যারেজের স্বত্বাধিকারী এনায়েত উল্লাহ মোল্লা।

স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বলেন, স্কয়ার মেডিকেল সেন্টার এইভাবে আত্নমানবতার সেবায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে সেবা দিতে প্রতিশুতিবদ্ধ।

এসময় চিকিৎসা নিতে আসা সকল প্রবাসীকে প্রতি স্কয়ার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।


Top