৫০ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ
৫০ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। দেশটির রাজধানী জাকার্তার বিমান বন্দর থেকে উড্ডয়নের পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জা শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি রাজধানী জাকার্তার বিমান বন্দর থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পোন্তিয়ানিকের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের পরই রাডারের সঙ্গে সংযোগ হারিয়ে যায়।
বিমানটি উড্ডয়নের চার মিনিট পরই জাভা সাগরের উপর দিয়ে যায়। এসময় ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় ওঠে। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
শ্রীবিজয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি গঠন করেছে