আজ || সোমবার, ০৫ মে ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মো.মেহেদী হাসান

মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মালয়েশিয়ায় ভারতীয় করোনা ভেরিয়ান্ট শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়তে থাকায় আবারও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও ৩.০ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এই এমসিও ৩.০ চলবে। আগের এমসিও থেকে এবারের এমসিও-তে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে। অফিস ও শিল্প কারখানা স্বাস্থ্য বিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম চালু থাকবে। গুরুত্বপূর্ণ অর্থনীতি খাতগুলো এসওপি মেনে চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়ালালামপুর সেলেঙ্গর প্রদেশসহ মোট ৬টি জেলায় এই এমসিও বহাল থাকবে।

পেটালিং জায়া ওসিপিডি-এর মোহামাদ ফখরুদ্দিন আবদুল হামিদ জানান, পেটালিং জায়া পুলিশ যেসব পয়েন্টে রোড ব্লক বা রোড বন্ধ করে চেকিং করা হবে সেগুলি হচ্ছে, সুনগাই বুলোহ টোল প্লাজা, কোটা দামসারা টোল প্লাজা, দামসানরা টোল প্লাজা এবং সুবাং টোল প্লাজা।

তিনি আরও বলেন, আমরা সমাজের সকল স্তরের সহযোগিতা আশা করি, যাতে ভাইরাসের বিস্তার রোধ করা যায়। সেলানগরের ছয়টি জেলা হচ্ছে- পেট্রলিং, গম্বাক, হুলু ল্যাঙ্গাট, ক্লাং, সেপাং, এবং কুয়ালা লঙ্গাত। জেলাগুলি ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত এমসিওর অধীনে এবং কুয়ালালামপুর ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এমসিও ৩.০ লকডাউন বহাল থাকবে। চলমান লকডাউনে শর্ত সাপেক্ষে রেস্টুরেন্ট, ফুড ট্রাক, ও ফুটপাতের দোকান খোলা থাকছে।

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মালয়েশিয়ায় আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে শুরু করায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ব্যাবস্থা নেওয়া হয়েছে।


Top