আজ || শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ    
 


মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মো.মেহেদী হাসান

মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মালয়েশিয়ায় ভারতীয় করোনা ভেরিয়ান্ট শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়তে থাকায় আবারও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও ৩.০ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এই এমসিও ৩.০ চলবে। আগের এমসিও থেকে এবারের এমসিও-তে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে। অফিস ও শিল্প কারখানা স্বাস্থ্য বিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম চালু থাকবে। গুরুত্বপূর্ণ অর্থনীতি খাতগুলো এসওপি মেনে চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়ালালামপুর সেলেঙ্গর প্রদেশসহ মোট ৬টি জেলায় এই এমসিও বহাল থাকবে।

পেটালিং জায়া ওসিপিডি-এর মোহামাদ ফখরুদ্দিন আবদুল হামিদ জানান, পেটালিং জায়া পুলিশ যেসব পয়েন্টে রোড ব্লক বা রোড বন্ধ করে চেকিং করা হবে সেগুলি হচ্ছে, সুনগাই বুলোহ টোল প্লাজা, কোটা দামসারা টোল প্লাজা, দামসানরা টোল প্লাজা এবং সুবাং টোল প্লাজা।

তিনি আরও বলেন, আমরা সমাজের সকল স্তরের সহযোগিতা আশা করি, যাতে ভাইরাসের বিস্তার রোধ করা যায়। সেলানগরের ছয়টি জেলা হচ্ছে- পেট্রলিং, গম্বাক, হুলু ল্যাঙ্গাট, ক্লাং, সেপাং, এবং কুয়ালা লঙ্গাত। জেলাগুলি ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত এমসিওর অধীনে এবং কুয়ালালামপুর ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এমসিও ৩.০ লকডাউন বহাল থাকবে। চলমান লকডাউনে শর্ত সাপেক্ষে রেস্টুরেন্ট, ফুড ট্রাক, ও ফুটপাতের দোকান খোলা থাকছে।

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মালয়েশিয়ায় আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে শুরু করায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ব্যাবস্থা নেওয়া হয়েছে।


Top