আজ || রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন       ফেনীতে ১২ লাখ টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা, মরদেহ উদ্ধার করে পুলিশ       ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের    
 


মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মো.মেহেদী হাসান

মালয়েশিয়াতে আবারো লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার

মালয়েশিয়ায় ভারতীয় করোনা ভেরিয়ান্ট শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়তে থাকায় আবারও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও ৩.০ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এই এমসিও ৩.০ চলবে। আগের এমসিও থেকে এবারের এমসিও-তে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে। অফিস ও শিল্প কারখানা স্বাস্থ্য বিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম চালু থাকবে। গুরুত্বপূর্ণ অর্থনীতি খাতগুলো এসওপি মেনে চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়ালালামপুর সেলেঙ্গর প্রদেশসহ মোট ৬টি জেলায় এই এমসিও বহাল থাকবে।

পেটালিং জায়া ওসিপিডি-এর মোহামাদ ফখরুদ্দিন আবদুল হামিদ জানান, পেটালিং জায়া পুলিশ যেসব পয়েন্টে রোড ব্লক বা রোড বন্ধ করে চেকিং করা হবে সেগুলি হচ্ছে, সুনগাই বুলোহ টোল প্লাজা, কোটা দামসারা টোল প্লাজা, দামসানরা টোল প্লাজা এবং সুবাং টোল প্লাজা।

তিনি আরও বলেন, আমরা সমাজের সকল স্তরের সহযোগিতা আশা করি, যাতে ভাইরাসের বিস্তার রোধ করা যায়। সেলানগরের ছয়টি জেলা হচ্ছে- পেট্রলিং, গম্বাক, হুলু ল্যাঙ্গাট, ক্লাং, সেপাং, এবং কুয়ালা লঙ্গাত। জেলাগুলি ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত এমসিওর অধীনে এবং কুয়ালালামপুর ৭ মে থেকে ২০ মে পর্যন্ত এমসিও ৩.০ লকডাউন বহাল থাকবে। চলমান লকডাউনে শর্ত সাপেক্ষে রেস্টুরেন্ট, ফুড ট্রাক, ও ফুটপাতের দোকান খোলা থাকছে।

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মালয়েশিয়ায় আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে শুরু করায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ব্যাবস্থা নেওয়া হয়েছে।


Top