আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শ্রীপুর শাখা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি অনুমোদন করেন। আগামি তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২০ জুন উপজেলা বিএমএসএফ কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোঃ নাজিম উদ্দিন দৈনিক সংবাদ প্রতিদিনকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল বাতেন বাচ্চুর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির অপর সদস্যরা হলেন মেজবাহ উদ্দিন সরকার এসটিভি বাংলা, নজরুল ইসলাম বর্তমান চিত্র, রমজান আলী রুবেল বাংলাদেশ সমাচার, সোহাগ রানা দৈনিক আলোকিত সকাল, ইঞ্জিনিয়ার সুজন মাহমুদ জয়যাত্রা টেলিভিশন, রাকিবুল হাসান আহাদ সাপ্তাহিক আল মিনার, মোঃ আলমগীর হোসাইন দৈনিক সংবাদ মোহনা, মোঃ বকুল হোসেন দৈনিক গণজাগরণ, মোঃ আজহার হোসেন দৈনিক অগ্নিশিখা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় কর্মসূচির সকল অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান। পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সদস্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।


Top