আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


পার্লামেন্ট অধিবেশনে ভাঙচুর, ট্রাম্পের কড়া সমালোচনা

পার্লামেন্ট অধিবেশনে ভাঙচুর, ট্রাম্পের কড়া সমালোচনা

যুক্তরাষ্ট্রে মার্কিন ক্যাপিটল ভবনে ভাঙচুরের ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর চরম আঘাত উল্লেখ করে দ্রুত হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

চাপের মুখে পড়ে টুইটারে দেয়া ভিডিও বার্তায় সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ক্যাপিটল ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আগ্রাসী বিক্ষোভ ও সংঘর্ষের পর হামলাকারীদের হটিয়ে দিয়ে আবারও শুরু হয় কংগ্রেসের স্থগিত হওয়া অধিবেশন। এ সময় দুই দলের আইনপ্রণেতারাই ট্রাম্পের কড়া সমালোচনা করেন।

এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন জো বাইডেন। আর নির্বাচনের ফলাফল মেনে না নিলেও সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানান ট্রাম্প।

বুধবার কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সমর্থকদের সেই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য দেন। অধিবেশন চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙে হঠাৎ সিনেট ভবনে ঢুকে তাণ্ডব চালায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘন্টার কারফিউ জারি করেছেন রাজধানী শহরের ওয়াশিংটন ডিসির মেয়র। এমনকি ওয়াশিংটন ডিসিতে সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সাহায্য চাওয়ার পর ক্যাপিটাল হিলে সেনা সদস্য মোতায়েন করা রয়েছে।


Top