আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা

রাশেদ কাদের 

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা!

জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল পেইজে ঘোষণা দেওয়া হয় যে, জর্ডান প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মার্চ ২০২০ তারিখের পূর্বে বাংলাদেশে ছুটিতে গিয়ে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার ফলে তাদের ফিরে আসার জন্য জর্ডান সরকার নতুন ভিসা/অনুমতি প্রদান করা শুরু করেছে। ফলে যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া এবং বিধিসমূহ অনুসরণ করে জর্ডানে ফিরতে পারবেন।

১। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ আছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• মেয়াদ সম্বলিত আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেস্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট)

২। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• প্রত্যেকের নিয়োগকর্তা (কফিল) কর্তৃক জর্ডানের মিনিষ্ট্রি অফ ইন্টিরিয়র (ওজারাতুত দাখিলিয়া) হতে ভিসা/অনুমতি সংগ্রহ করতে হবে।
• জর্ডানের ইন্টেরিয়র মন্ত্রণালয় কর্তৃক নতুন ভাবে ইস্যুকৃত বর্ধিত মেয়াদের ভিসা জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন করতে হবে।
• বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র (দূতাবাস হতে ভিসা সত্যায়ন এবং প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ভিসা/অনুমতির মূলকপি ও তার ইংরেজি অনুবাদ, পাসপোর্টের কপি, আকামা ও তাছরিয়ার কপি নির্ধারিত সরকারি ফি সহ কফিল কর্তৃক বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে)।
• মেয়াদ উত্তীর্ণ আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেষ্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট) জর্ডান সরকারের ঘোষনা অনুযায়ী জর্ডানে প্রবেশের জন্য উল্লিখিত কাগজপত্র বাংলাদেশ ও জর্ডানের বিমানবন্দরে প্রদর্শনের জন্য সাথে বহন করতে হবে।


Top